Durga Puja 2022 : রূপোর অস্ত্রসজ্জায় সজ্জিত দুর্গা, ৫১৩ বছরে বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো। Bangla News

Continues below advertisement

৫১৩ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। এখানে প্রতিমার বাহন সিংহ নয়, বাঘ। চার সন্তান ছাড়াও, এখানে দুর্গার সঙ্গে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, ও দুই সখী জয়া, বিজয়া। রূপোর অস্ত্রসজ্জায় সাজানো হয় দুর্গাকে। অষ্টমী তিথিতে এখানে বিশেষ রীতির প্রচলন আছে। রাজবাড়ির অন্দরে হয় অর্ধরাত্রি পুজো। বহু পূর্বে নরবলির প্রচলন ছিল। তা বন্ধ হলেও, এখন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানুষের অবয়ব। কুশ দিয়ে তাকে বিদ্ধ করা হয়। শুধুমাত্র রাজবাড়ির সদস্যরাই এই পুজোয় অংশ নিতে পারেন।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram