Durga Puja 2022 : সিপিএমের কর্মসূচি থেকে গ্রেফতার, পরে ছাড়া পেলেন কমলেশ্বর। Bangla News
রবিবার রাসবিহারীতে সিপিএমের বুক স্টলে হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আটক করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। পরে ছেড়ে দেওয়া হয় বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় লালবাজারে।
Tags :
Lalbazar Arrest CPM ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews KamaleshwarMukherjee