Morning Headline: দরজায় শরৎ, পুজোর বাকি আর ৫০ দিন

Continues below advertisement

শ্রাবণ ফুরোতে না ফুরোতেই দরজায় শরৎ। পুজোর বাকি আর ৫০ দিন। শুরু শারদ উৎসবের কাউন্টডাউন।

গরুপাচার নিয়ে কতটা ওয়াকিবহাল ছিলেন অনুব্রত ? দেহরক্ষী সায়গলের ফোনে এনামুল বা লতিফের সঙ্গে কথা হয়েছিল? জানতেন আর্থিক লেনদেনের বিষয়? জেরায় জানতে চায় সিবিআই।

জেরার আগে আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতকে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট সিবিআইয়ের। স্বাস্থ্য পরীক্ষায় ৪ সদস্যের বোর্ড।

কার নির্দেশে অনুব্রতর বাড়িতে? সাদা কাগজে কেন বেড রেস্টের পরামর্শ? বোলপুরের সরকারি চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড সিবিআইয়ের। 

একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছি। দৃষ্টিপাত করুন মুখ্যমন্ত্রী। আশা বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর। 

তৃণমূল কংগ্রেসে বিভাজনের চেষ্টা অধীরের, আক্রমণ তাপসের। সব ফাঁস হবে, কটাক্ষ সুজনের। দোষ করলে ধরা পড়বেই, পাল্টা দিলীপ।

অনুব্রতর গ্রেফতারির পর পথে বিরোধীরা। গরু-গুড়-বাতাসা নিয়ে মিছিল বিজেপি-কংগ্রেস-সিপিএমের। 

বাঁকুড়ায় বাতাসা বিলি বিজেপির। মল্লারপুরে থালা বাজিয়ে দুর্নীতির প্রতিবাদ সিপিএমের। মৌলালিতে গরু নিয়ে মিছিল কংগ্রেসের। 

কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে পাল্টা পথে তৃণমূল কংগ্রেসও। কলকাতা থেকে জেলায় প্রতিবাদ মিছিল। অনুব্রতর সমর্থনে বোলপুরে মিছিল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram