Durga Puja 2022 : আরবানা আবাসনে আনন্দ-ঘন সিঁদুরখেলা, শুভেচ্ছা বিনিময়

Continues below advertisement

আজ বিচ্ছেদের দশমী৷ বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ 
ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের প্রস্তুতি৷ সকালে হবে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram