Durga Puja 2023: পিকনিক গার্ডেন ৩৯ পল্লির পুজো এই বছরের থিম 'অধিকার'
ক্যালেন্ডারে প্রায় শেষের পথে আশ্বিন। শুরু হয়ে গিয়েছে পুজোর দিন গোনা। মণ্ডপে মণ্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি। অপেক্ষা শুধু মা-এর আগমনের। পিকনিক গার্ডেন ৩৯ পল্লির পুজো এবার পা দিল ১৫ বছরে। এবারে তাদের পুজোর থিমের নাম অধিকার।
Tags :
Durga Puja Kolkata Durga Puja Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Durga Puja 2023 - Bengali News