Durga Puja 2023: চেতলা অগ্রণী পুজোর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। ABP Ananda Live
Continues below advertisement
চেতলা অগ্রণী পুজোর এবারের থিম যে যেখানে দাঁড়িয়ে। ৩২ বছরে পা দিল এই পুজো। মানুষ ছুটে চলেছে ওপরে ওঠার নেশায়, এখানে সততা ও মানবিকতার দায়বদ্ধতা গৌণ। যে কোনও মূল্যে উপরে উঠতে হবে, কিন্তু যাঁরা সৎপথে পরিশ্রমের মধ্যে দিয়ে ওপরে পৌঁছতে চাইছে, তাঁদরকেই মা ঠাঁই দিয়েছে নিজের মুকুটে। এটাই পুজোর থিম। মণ্ডপের প্রতিমা মায়ের মূর্তি, অচেনা মহিষাসুর।
Continues below advertisement
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Chetla Agrani Puja Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS