Durga Puja 2023: কেষ্টপুরের প্রফুল্ল কাননের থিমে এবার চমক, কেমন চলছে প্রস্তুতি? | ABP Ananda LIVE

Continues below advertisement

আর কটা দিন! তারপরেই সেরা চারদিন। কোথাও থিমে অভিনব চমক। কোথাও সাবেকিয়ানায় সহজিয়া টান। এবার আগমনীর সুরে বাঙালির প্রাণের উৎসবে মেতে ওঠার পালা। এল দুর্গোৎসব। জীবনের শেষ রসবিন্দুটুকু কোনওরকমে আহরণ করে নেওয়া। কঠিন ভাষা সহজ করে বললে 'নিংড়ানো'। এই বছর কেষ্টপুরের প্রফুল্লকানন বালকবৃন্দ এই শব্দবন্ধকেই তাদের থিম হিসেবে ব্যবহার করেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram