Durga Puja 2023: এই বছর অরবিন্দ সেতু সর্বজনীনে থিম 'জীবনচক্র' | ABP Ananda LIVE
Continues below advertisement
ক্যালেন্ডারে আশ্বিনের মাঝামাঝি। শুরু পুজোর কাউন্টডাউন। মণ্ডপে মণ্ডপে তুঙ্গে প্রস্তুতি। অপেক্ষা শুধু মা-এর আগমনের। চক্রব্যূহের মধ্যে পথ হারিয়েছিল অভিমন্যু। আমরাও যেন আমাদের জীবনচক্রে আবদ্ধ হয়ে পড়ছি। এই ভাবনা থেকেই গড়ে উঠছে অরবিন্দ সেতু সর্বজনীনের মণ্ডপ, থিমের নাম 'জীবনচক্র'।
Continues below advertisement