Durga Puja 2023: আজ বিচ্ছেদের দশমী, বেজে গিয়েছে বিসর্জনের বাজনা | ABP Ananda Live
Durga Puja: আজ বিচ্ছেদের দশমী। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা। ক’দিনের আয়োজন, ফাঁকা ফাঁকা প্যান্ডেল এক নিমেষে আরও ফাঁকা। টিমটিম করে জ্বলছে প্রদীপ। পড়ে আছে ছেঁড়া ফুল, মালা। আজ যে বিজয়া, মনজুড়ে বিষণ্ণতা।