Durga Puja: আজ মহাষ্টমী, পুজো করতে করতে ঠাকুরের সামনে কেঁদে ফেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda Live: অষ্টমী পুজো করলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজো করতে করতে ঠাকুরের সামনে কেঁদেও ফেললেন তিনি। আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। তিথি অনুযায়ী ভোরবেলাতেই মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। কোথাও আবার সকাল সকাল সন্ধিপুজোও শেষ। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দিয়েছেন। বিভিন্ন জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর বাকি আর মাত্র দু’দিন। উৎসবের আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। সঙ্গে জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবে মেতে উঠেছে কল্লোলিনী তিলোত্তমা।

আরও খবর, জরকাড়া মণ্ডপ, সঙ্গে সাবেকি প্রতিমার অপরূপ রূপ। সাদার্ন অ্য়াভিনিউ লাগোয়া, সেবক সঙ্ঘের মণ্ডপজুড়ে রয়েছে ঐতিহ্য়ের ছোঁয়া। ইট-কাঠ-কংক্রিটের এই শহরের বুকে সবুজের সমারোহ...জলাশয়ের স্নিগ্ধতা! সারা বছর প্রকৃতিপ্রেমীদের প্রিয় জায়গা! আর দুর্গাপুজোর সময় এই সরোবরের আশপাশের এলাকায় সেজে ওঠে আলোর মালায়। মাতৃ আরাধনার আনন্দে। চোখ জুড়ানো প্রতিমার রূপ... ঝাড়বাতির আলোয় সেজে উঠেছে মণ্ডপ। এবছর, ৪০ বছরে পড়ল সাদার্ন অ্য়াভিনিউ লাগোয়া, সেবক সঙ্ঘের পুজো।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram