Mamata Banerjee: 'আমরা সব কাজ মিলিয়ে মিশিয়ে করি', পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Continues below advertisement
ABP Ananda Live: সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। দলীয় কর্মীকে আটকের অভিযোগে থানার ভিতরে অবস্থানে রূপা, বাইরে বিক্ষোভ। আর জি করে ধর্ষণ-খুনের পর ৫৫দিন পার। অধরা বিচার। প্রতিবাদে মহালয়ায় জুনিয়র ডাক্তারদের মহামিছিলে জনজোয়ার। সামিল ভাঙা পা নিয়েও। চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের। মহালয়াতেও রাজপথে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা। নিহতের বাড়িতেও সিবিআই। চিকিৎসককে টানা আক্রমণ করে বিতর্কে জড়ানো হুমায়ুন এবার নিজের গড়েই বিক্ষোভের মুখে! গদ্দার অভিযোগে ভরতপুরেই তৃণমূলকর্মীদের বিক্ষোভ।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee West Bengal News TMC RG Kar Medical College DUrga Puja Durga Puja 2024 RG Kar Issue KOLKATA NEWS