ABP News

Mamata Banerjee: 'আমরা সব কাজ মিলিয়ে মিশিয়ে করি', পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda Live: সকাল থেকে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী। দলীয় কর্মীকে আটকের অভিযোগে থানার ভিতরে অবস্থানে রূপা, বাইরে বিক্ষোভ। আর জি করে ধর্ষণ-খুনের পর ৫৫দিন পার। অধরা বিচার। প্রতিবাদে মহালয়ায় জুনিয়র ডাক্তারদের মহামিছিলে জনজোয়ার। সামিল ভাঙা পা নিয়েও। চিকিৎসক ধর্ষণ-খুনে তোলপাড়ের মধ্যেই আবার আর জি কর মেডিক্যাল। মহিলা পিজিটিকে প্রাণনাশের হুমকির অভিযোগ রোগীর পরিজনের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের। মহালয়াতেও রাজপথে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা। নিহতের বাড়িতেও সিবিআই। চিকিৎসককে টানা আক্রমণ করে বিতর্কে জড়ানো হুমায়ুন এবার নিজের গড়েই বিক্ষোভের মুখে! গদ্দার অভিযোগে ভরতপুরেই তৃণমূলকর্মীদের বিক্ষোভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram