Sajal Ghosh: সরকারের পুজো কার্নিভালের আগের দিনই বিসর্জনের বদলে 'পরিবর্তন যাত্রা' সজলের

Continues below advertisement

ABP Ananda Live: 'বিসর্জন হওয়া উচিত অসুর শক্তির,কিন্তু পশ্চিমবঙ্গে আজকে অসুর শক্তির রমরমা চলছে। অসুর শক্তির হাতে পুরো পশ্চিমবঙ্গের রাষ্ট্রযন্ত্র চলে গিয়েছে। কয়েকটা অভয়া সামনে এসেছে তারাও বিচার পায়নি'। বললেন সজল ঘোষ। কার্নিভালের আগেই সজল ঘোষের পরিবর্তন যাত্রা।

 

Durga Puja 2025: দুর্গাঠাকুর বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে সিউড়িতে তুলকালাম, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের

সদ্যই সমাপ্ত হয়েছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2025)। ষষ্ঠীতে আগমনের পর এবং বাড়ি ফেরার পালা। জায়গায় জায়গায় শুরু হয়েছে ঠাকুর বিসর্জন। আবারও বছর খানেকের অপেক্ষা। তবে এই বিসর্জনকে কেন্দ্র করেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের (Birbhum news) সিউড়ি। দুর্গা বিসর্জনে বক্স বাজানোকে কেন্দ্র করে গ্রামবাসীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।

দুর্গা বিসর্জনে বক্স বাজানোই কাল হল। মায়ের বিদায়বেলায় এই বক্স বাজানোকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল সিউড়ির ভ্রমরকল গ্রাম। গ্রামের মধ্যে তৃণমূল বনাম তৃণমূল সংঘাত। শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূল নেতা বকুল শেখের সমর্থকদের অভিযোগ সিউড়ির দু'নম্বর ব্লকের তৃণমূলেরই সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা তাঁদের ওপর হামলা করেছে। মারধর করা হয়েছে। ঘটনায় চারজন আহত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola