Durga Puja 2025: বৃষ্টিকে উপেক্ষা করেই ইছামতী নদীতে প্রতিমা নিরঞ্জন, উপচে পড়ছে ভিড় । ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আনন্দ, উৎসব, উদযাপন শেষে বিষাদের সুর। হই, হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিংয়ের পর মনের কোনে এক চিলতে বিষণ্ণতা। আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। ফিরে যাওয়া দৈনন্দিন জীবনে। আর...এক বছরের অপেক্ষা।

আরও খবর...

আজ বিজয়া দশমী। প্রতিমা বরণের পর বিসর্জনের পালা। কিন্তু উত্তর ২৪ পরগনার টাকিতে রয়েছে বিশেষ নিয়ম। প্রত্য়েক বছর প্রথম টাকি পুবের জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয় ইছামতির ঘাটে। তারপর টাকির বিভিন্ন ক্লাব ও জমিদার বাড়ির প্রতিমা দেওয়া হয় নিরঞ্জন।

অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার হল প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পুজো মণ্ডপের খানিক দূরেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে যশোর রোডে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর অ্য়াম্বুল্য়ান্সের জন্য় ফোন করেন মৃতার ২ সঙ্গী।
কিন্তু অ্য়াম্বুল্য়ান্স আসার আগেই পালিয়ে যান তাঁরা। এরপর তরুণীকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে তাঁর। কিন্তু প্রশ্ন উঠছে কেন পালিয়ে গেলেন তাঁর সঙ্গীরা? পিছনে রয়েছে অন্য় কোনও বড় কারণ?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola