Kalyan Banerjee : দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়

ABP Ananda LIVE : আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দেবেন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুপুরে হয়েছে সন্ধিপুজো এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ বিকেলে সন্ধিপুজো হবে। এদিকে, পুজোর আনন্দে গা ভাসালেন রাজনীতিবিদরাও। সন্ধিপুজো শেষে দেবীর দুর্গার সামনে কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে কেঁদে প্রার্থনা সাংসদের।  

প্রাণের উৎসবে অন্য মেজাজে রাজনীতিক। দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের সাংসদ। চণ্ডীপাঠ করতে করতেই কাঁদতে থাকেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। 

এরপর সংবাদমাধ্যমের সামনে এসে তৃণমূল নেতা বলেন, 'মা সকলকে সুস্থ রাখুন, ভাল রাখুন। সারা বছর মায়ের অপেক্ষায় থাকি। মায়ের আশীর্বাদের দয়ায় আমরা থাকি। মা যেন শান্তিরূপেণ সংস্থিতা হয়ে শান্তি বজায় রাখেন। সারা পশ্চিমবঙ্গকে ভাল রাখুন, সব ধর্মের মানুষদের তিনি ভাল রাখুন, এই প্রার্থনা করি। একটা ভাল সংস্কৃতির রাজনীতি যেন তৈরি হয়। যে সব অসুররা রাজনীতির বাতাবরণ নষ্ট করছে মা যেন তাঁদের দমন করেন। মমতাদির উপর যেন মায়ের আরও আশীর্বাদ থাকে। ২০২৬-এ নির্বাচন আছে, মা যেন সব শক্তি যেন মমতাদিকে যেন পশ্চিমবঙ্গের প্রতিটা অসুরকে মারতে পারে। জনসমর্থে সব শুভ মানুষ যেন অধিষ্ঠিত হয় বাংলায়।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola