Durga Puja 2025: পুজোর আগেই পুজোর আমেজে ভাসল বাঙালি, ভিড় মণ্ডপে মণ্ডপে

Continues below advertisement

ABP Ananda LIVE : পুজোর আগেই পুজোর আমেজে বাঙালি, ষষ্ঠীর ৬ দিন আগেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। এবারের কলেজ স্কোয়ারের থিম ভাবনায়, কম্বোডিয়ার অঙ্কুরভাট মন্দির। গোটা মন্দিরের  বৈশিষ্ট্য হল, এই মন্দির যখন নির্মান করা হয় মূলত বিষ্ণুদেবের আরাধনার জন্য। পরবর্তী ক্ষেত্রে বৌদ্ধরা এই মন্দিরে এসে পূজার্চনা করতেন, তাদের প্রার্থনা জানাতেন।এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য প্রধান তিনটি চূড়া। এই চূড়া বিভিন্ন ইতিহাস খোদাই করা আছে । সমুদ্রমন্থন, কুরুক্ষেত্রযুদ্ধ রাম-রাবণের যুদ্ধ ।গোটা পৃথিবীর মানুষ কম্বোডিয়ার জমায় এই বিশেষ মন্দিরের দর্শনে।

আরও খবর...

অষ্টমীতে বসানো হয় জলঘড়ি, দেবী দুর্গার মূর্তিতে রয়েছে অবাক করা বৈশিষ্ট্য এই বাড়ির দুর্গাপুজোয়

শৈব, শাক্ত ও বৈষ্ণব মত মিলিত হয় এই পুজোয়। এখানে দেবী পূজিত হন কালিকা পূরাণ মতে। অষ্টমীতে এখনও এখানে বসানো হয় জল ঘড়ি। ৪০০ বছর পার করল হরিপালের সাতবাড়ি রায় বংশীয় দূর্গাপুজো। এখনও এখানে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো।

হাওড়া - তারকেশ্বর মেইন লাইনের হরিপাল স্টেশন থেকে দক্ষিণদিকে ১ কিলোমিটার দূরে অবস্থিত রায়দের জমিদার বাড়ি। পরিবারের প্রবীণ ব্যক্তি প্রশান্ত কুমার রায় এর বক্তব্য অনুযায়ী, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে তাদের বংশের পূর্বপুরুষ শিবদাস রায় এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। ধর্মপ্রাণ শিবদাস রায় তার জমিদারিতে একাধিক শিব মন্দির গড়ে তোলেন। কালের নিয়মে একাধিক শিব মন্দির ধ্বংস হয়ে গেলেও এখনও চারটে শিব মন্দির ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। শিব মন্দিরের গায়ে প্রাচীন টেরাকোটার অপরূপ নিদর্শন  জানান দেয় তার শিকড়ের কথা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola