Durga Puja 2025: সিপাহী বিদ্রোহের আদলে নির্মিত মণ্ডপ,মুকুন্দপুর সর্বজনীনে চলছে মহাষ্টমীর অঞ্জলি পর্ব
ABP Ananda LIVE : আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া।
আরও পড়ুন...
প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজো হল
ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয় অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন