Padmapukur Youth Association : পদ্মপুকুর ইউথ অ্য়াসোসিয়েশন পুজো এবছর ৫২ বছরে পা, এবারের থিম 'জলছবি'

ABP Ananda LIVE : পদ্মপুকুর ইউথ অ্য়াসোসিয়েশন পুজো এবছর ৫২ বছরে পা দিয়েছে। এবারের থিম 'জলছবি'।শিল্পী মানস রায়। থিমের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছো ঝল অপচয় রোধ করার।এবছর জিতে নিল এবিপি আনন্দের শারদ আনন্দের বিশেষ সম্মান।

আরও খবর...

এখনও দেরি আছে বোধনের। আগামী রবিবার দেবীর বোধন, নিয়ম মেনে শুরু হবে দুর্গাপুজো। কিন্তু তার আগেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়ে ভিড়। যদিও বিকেল থেকেই মুখ ভার হতে শুরু করেছিল আকাশের। আজ বৃষ্টির পূর্বাভাসও ছিল শহর জুড়ে, বৃষ্টির পূর্বাভাস ছিল জেলাতেও। জেলার দিকে এখনও তেমন পুজো উদ্বোধন না হলেও, শহরের অধিকাংশ পুজোই উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শকেরা। বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্যান্ডেল হপিং।

উত্তর থেকে দক্ষিণ, অধিকাংশ বড় পুজোতেই ভিড় জমিয়েছেন মানুষেরা। টালা প্রত্যয় থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়্যার, শ্রীভূমি স্পোর্টিং.. সব জায়গাতেই দর্শকদের উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ছে। টালা প্রত্যয়ে এবার মাটির গল্প, বীজের কথা তুলে ধরেছেন কর্মকর্তারা। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে তুলে ধরা হয়েছে নারায়ণ স্বামী মন্দিরকে। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়্যারে এবারের থিম হল 'অপারেশন সিঁদুর'। আগামীকাল এই পুজো উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু তার আগেই মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাইন দিয়ে তাঁরা মণ্ডপ দর্শন করছেন। বৃষ্টির মধ্যেও চালু রয়েছে মণ্ডপের শো। এখানে AI দিয়ে অপারেশন সিঁদুরের একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিও ও দেখানো হচ্ছে মণ্ডপের গায়ে। আর দর্শকেরাও লাইন দিয়ে প্রতিমা দর্শন করছেন। তবে আপাতত বৃষ্টির জেরে সাময়িকভাবে বন্ধ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ

উত্তর থেকে দক্ষিণ, গোটা কলকাতার ছবিটা মোটামুটি একই। মণ্ডপে মণ্ডপে মানুষ ভিড় জমিয়ে ঠাকুর দেখছেন। মানুষ বর্ষাতি পরে নেমেছেন রাস্তায়। তবে আজকের জন্য বন্ধ রয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ। এদিন হঠাৎ মণ্ডপে আগুন লেগে যায়। মণ্ডপে রাখা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়েই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এখনও মণ্ডপের কিছু কাজ বাকি রয়েছে। সেই কারণে আজ দর্শকদের জন্য এই মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আবার নিয়মমাফিক খোলা হবে মণ্ডপ। আবার দর্শনার্থীরা দেখতে পাবেন প্রতিমা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola