Durga Puja 2023: শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গাপুজো
শতবর্ষের দোরগোড়ায় ভবানীপুরের মল্লিক বাড়ির (Mallick Barir Puja)) দুর্গাপুজো (Durga Puja)। এবার ৯৯ বছরে পা। আনন্দ, ব্যস্ততার মাঝেও মন খারাপ ভবানীপুরের মল্লিকবাড়ির সদস্যদের। নবমী নিশি পোহালেই উমা বিদায়ের ব্যস্ততা। এদিন সকালে চণ্ডীপাঠ হয়। এরপর অঞ্জলি দেন মল্লিক বাড়ির সদস্যরা।
Tags :
Durga Puja 2023