Durga Puja at Mallick Bari: মল্লিকবাড়ির অষ্টমীর মহাভোগে থাকে কী কী পদ? মেনে চলা হয় কী কী বিশেষ উপাচার?

Continues below advertisement

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। তাই শুনে শুনেই কোথাও বা মনে মনে অঞ্জলি দেওয়া। আজই বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে।  উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি।  কিছুক্ষণ পরেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবে মেতে উঠতে প্রস্তুত এ শহর। মল্লিকবাড়িতে পুজোর প্রস্তুতি কেমন চলছে? দেখে নেওয়া যাক 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram