Durga Puja Carnival: রেড রোডে আজ দুর্গাপুজোর কার্নিভাল, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে?
রেড রোডে আজ দুর্গাপুজোর কার্নিভাল। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। তার জন্য বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে, উত্তরমুখী হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে ও পশ্চিমমুখী মেয়ো রোড। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড-সহ বেশ কিছু রাস্তা।
Tags :
Bangla News Bangla News Live Carnival Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Durga Pujo 2022 Durga Pujo Durga Puja Carnival