Durga Puja 2025: শারদীয়ার আবাহনে সামিল প্রবাসীরাও । উমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলেও

Continues below advertisement

ABP Ananda LIVE: শারদীয়ার আবাহনে সামিল প্রবাসীরাও। রীতি মেনে উমার আরাধনার আয়োজন ইংল্যান্ডের ব্রিস্টলেও।

আরও পড়ুন...

১০ বছরে পা দিল আনন্দপুরে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো

আনন্দপুরে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো এবার ১০ বছরে পা দিল। এবারের থিম, স্থিরচিত্রে কলকাতা। সাদা-কালো থেকে রঙিন ছবি। ফ্লেক্স প্রিন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই শহরকে। এবিপি আনন্দ-র ‘আন্তরিকতায় সেরা’র শিরোপা জিতে নিয়েছে আরবানা কালচারাল অ্যান্ড স্পোর্টস ফোরামের পুজো।

বাস উল্টে মৃত্যু এক শিশুর

সপ্তমীর সকালে বোলপুরের সিয়ানে মর্মান্তিক দুর্ঘটনা। খারাপ রাস্তায় গর্তে বাস উল্টে মৃত্যু এক শিশুর। আহত অন্তত ৩০ জন। আহতরা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কীর্ণাহার থেকে বোলপুরে যাচ্ছিল বাসটি। টোটোকে পাশ কাটাতে গিয়ে বাসটি গর্তে পড়ে যায়, খবর স্থানীয় সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola