Durga Pujo 2024: সন্তোষ মিত্র স্কোয়ারেও প্রতিবাদের আঁচ। বিশাল ডোমে ফুটে উঠবে প্রতিবাদের ভাষা
ABP Ananda LIVE: ৮৯ তম বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ারের অনুকরণে আশ্চর্য আলোর গোলক। কিন্তু এবার এতেও মিশে গিয়েছে প্রতিবাদের ভাষা। উদ্যোক্তারা জানিয়েছেন, বিশাল ডোমে কখনও প্রতিবাদের প্রদীপ, কখনও ফুটে উঠবে জাস্টিস ফর আর জি কর স্লোগান।
দেশের একমাত্র শহর কলকাতায় চলে ট্রাম। যা এবার কার্যত বন্ধ হওয়ার মুখে। একাধিক রুটে ইতিমধ্যেই বন্ধ হয়েছে পরিষেবা। আর এবার প্রায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দফতর। পরিবহন দফতরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্লানেড থেকে ময়দান রুটে। শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা। দুর্ঘটনা এড়াতে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও। এপ্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।''