Durgapur Barage: মেরামতির কাজে সোমবার সারারাত দুর্গাপুর ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ

দুর্গাপুর ব্যারেজের সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ। মেরামতির কারণেই এই নিয়ন্ত্রণ। সোমবার পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ যান চলাচল। দমকল, অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িকে ছাড়।  

আজ উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশ। দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল ৪টে থেকে তা জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট wb12.abplive.com-এ। শুক্রবার থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের মতো এক্ষেত্রেও প্রকাশিত হবে না মেধাতালিকা (Merit List)। 

করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। ফল প্রকাশিত হবে আজ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে তা জানা যাবে ওয়েবসাইটে। পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। এই পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের সহজে রেজাল্ট জানানোর ব্যবস্থা করেছে এবিপি আনন্দ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola