Durgapur Government College: এখনও খোলা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইউনিয়ন রুম !

ABP Ananda Live: ক্যাম্পাসে ঘুঘুর বাসা ভাঙতে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের। তাও খোলা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ইউনিয়ন রুম। ছুটিতে অধ্য়ক্ষ। বিজ্ঞপ্তি মেলেনি। প্রতিক্রিয়া কলেজ কর্তৃপক্ষের। 

 

কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।

 

ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান। সিপিএম-এ যোগ দিলেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকরা। ৫ বছর আগে দখল হওয়া পার্টি অফিসও পুনরুদ্ধার, দাবি সিপিএমের। পার্টি অফিস তৃণমূলেরই আছে, পাল্টা দাবি শাসক দলের । স্থানীয় তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত, অভিযোগ সিপিএম-এ যোগদানকারীদের। তৃণমূলের দুর্নীতির কারণেই সিপিএম-এ যোগ, দাবি যোগদানকারীদের। দুর্নীতির অভিযোগ অস্বীকার শাসক দলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola