Durgapur Incident: দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, আসছে ওড়িশার মহিলা কমিশন

Continues below advertisement

ABP Ananda Live: দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, আসছে ওড়িশার মহিলা কমিশন। ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তির নেতৃত্বে আসছেন প্রতিনিধিরা। নির্যাতিতার সঙ্গে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা।

‘রাতে ছাত্রীদের বাইরে বেরনো নিয়ন্ত্রণ করা উচিত,’ বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে মমতা

আর জি কর কাণ্ডের পর দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। সেই নিয়ে বিরোধীরা যখন আক্রমণ শানিয়ে চলেছেন, নীরবতা ভাঙলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি কলেজে কোনও ঘটনা ঘটলে, তার দায়িত্ব কার, প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, মমতার দাবি, রাতে ছাত্রীদের বাইরে বেরনো নিয়ন্ত্রণ করা উচিত। (Mamata Banerjee)

উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে দুর্গাপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, "পুলিশকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। একটি বেসরকারি কলেজ। কেউই সমর্থন করছে না। তিন সপ্তাহ আগে ওড়িশায় তিনটি মেয়েকে সমুদ্র সৈকতে ধর্ষণ করা হয়। ওড়িশা সরকার কী করেছে? বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে, আমরা হালকা ভাবে নিই না। গুরুতর ঘটনা।" (Durgapur Medical College Student Assault)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola