BJP News : 'বাংলায় কুশাসনের কারণে মায়েরা লজ্জিত, মানুষের হাল বেহাল', আক্রমণ বাঁশুরি স্বরাজের

Continues below advertisement

ABP Ananda Live: '১ জন দলিত ডাক্তারি পড়ুয়া গণধর্ষণের শিকার'। 'রাত ৮.৩০ বেরিয়েছিল ছাত্রী, হয়তো রাতের খাবারের পরিকল্পনা ছিল'। 'রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের'। 'মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, প্রত্যেক মহিলাই যেন যে কোনও সময় বেরোতে পারে, সেই দায়িত্ব তাঁরই'। 'সেখানে মুখ্যমন্ত্রী এই গণধর্ষণকাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন', আক্রমণ বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের। 'মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটকাণ্ডে বলেছিলেন সাজানো ঘটনা, হাঁসখালিকাণ্ডে বলেছিলেন প্রেমের সম্পর্ক, আরজি করকাণ্ডে বলেছিলেন ধর্ষণ তো হয়েই থাকে'। 'মা-মাটি-মানুষের কথা বলেন, এই অসংবেদনশীল মন্তব্য, বাংলায় কুশাসনের কারণে মায়েরা লজ্জিত, মাটি রক্তাক্ত এবং মানুষের হাল বেহাল'। আক্রমণ বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের।

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের। এদিন তিনি বলেন,  এক দলিত বাচ্চার গণধর্ষণ হয়েছে। সে প্রাইভেট মেডিক্যাল কলেজের ছাত্রী। সে সন্ধ্যায় সাড়ে ৮ টা নাগাদ বাইরে বেরিয়েছিল। মনেহয়, ডিনারে যাবার পরিকল্পনা ছিল ওই ছাত্রীটির। এবং ৪ জন তাঁর সঙ্গে দুষ্কর্মে লিপ্ত হয়।  এতটাই ঘৃণার কাজ করেছে, যাতে যেকেউই শিউরে উঠবে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola