Durgapur : দুর্গাপুরে বাস স্ট্যান্ডেই ফর্ম বিলি !কী অভিযোগ করলেন স্থানীয়রা ?

Continues below advertisement

ABP Ananda LIVE : কোথাও চায়ের দোকানে, কোথাও বাস স্ট্যান্ডেই SIR ফর্ম বিলি! দুর্গাপুরে বাস স্ট্যান্ডেই ফর্ম বিলিতে অভিযুক্ত BLO।বাড়ি বাড়ি না গিয়ে কেন বাস স্ট্যান্ডে? প্রশ্ন বিজেপির । 'ক্লান্ত হয়ে পড়েছি, তাই বাস স্ট্যান্ডে, কাউকে ডাকিনি' ফর্ম বিলি-বিতর্কের মুখে দাবি BLO সুষমা ভৌমিকের। 

আরও খবর...

 SIR আতঙ্কে ভুয়ো পরিচয়পত্র লোপাটের চেষ্টা? পানাপুকুর থেকে মিলল ৩ বস্তা আধার কার্ড!

 SIR নিয়ে দুই দলের দুই রকম প্রচারে বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের। তৃণমূলের তরফ থেকে যেমন একদিকে বলা হচ্ছে যে, SIR-এর ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই বিজেপির তরফ থেকে আবার বলা হচ্ছে, কেবলমাত্র অনুপ্রবেশকারীদেরই নাম বাদ যাবে, যাঁরা এই দেশের নাগরিক, তাঁদের কোনও সমস্যা নেই। অনেক জায়গা থেকেই অভিযোগ উঠে আসছে যে, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে অনেকেই এই দেশে রয়েছেন। আর এই আবহেই, পানাপুকুর থেকে উদ্ধার হল, ৩ বস্তা আধার কার্ড!

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola