Titagarh Blast: টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, আতঙ্কে হুড়মুড় করে বেরিয়ে আসেন পড়ুয়া ও শিক্ষকরা
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি স্কুলের ছাদে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। টিটাগড়ের সাউথ স্টেশন রোডে সকাল ১১টা নাগাদ সেকেন্ড পিরিয়ড চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ হয়। আতঙ্কে হুড়মুড় করে বেরিয়ে আসেন পড়ুয়া ও শিক্ষকরা। দেখা যায়, স্কুলের ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমার স্প্লিন্টার, সুতলি। স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, দাবি স্কুলের শিক্ষক ও দারোয়ানের। এলাকায় গিয়ে তদন্তে করেন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল।
Tags :
Bangla News Bangla News Live Bomb Blast Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital North 24 Paragana ABP Ananda ABP Ananda Bengali News Totagarh