Job Scam : মানিকপুত্রের জামিনের মামলার শুনানির সময় অনলাইনে অজ্ঞাতপরিচয়ের উপস্থিতির অভিযোগে শোরগোল

Calcutta High Court : হাইকোর্টে মানিকপুত্রের জামিনের মামলার শুনানির সময় অনলাইনে কে? 'আরএক্স' পরিচয়ে অনলাইনে কে ছিলেন মানিকপুত্রের শুনানিতে? শুনানির সময় অনলাইনে অজ্ঞাতপরিচয়ের উপস্থিতির অভিযোগে শোরগোল । অনলাইনে কে? ইডির অভিযোগ পেয়েই জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যিনি ছিলেন, তিনি এখন অফলাইন, বিচারপতিকে জানালেন কোর্ট অফিসার । হাইকোর্টের অনলাইন শুনানির সময় স্ক্রিনে 'আরএক্স' লেখা ব্যক্তি কে? এজলাসে অনলাইনে থাকার অনুমতি কে দিয়েছে? জানতে চাইলেন বিচারপতি । কীভাবে হাই প্রোফাইল মামলায় অনুমতি ছাড়াই নজর এড়িয়ে অনলাইনে হাজির? মানিকপুত্র শৌভিকের মামলার শুনানিতে অজ্ঞাতপরিচয়ের উপস্থিতি নিয়ে তোলপাড়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola