Dutta Pukur : দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ABP

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে (Dutta Pukur Incident) মৃতের সংখ্যা বেড়ে হল ৯। বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর এবার মৃত্যু হল তার আরেক অংশীদার সামসুল আলির। গতকাল এই সামসুলের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণে ঝলসে যায় সামসুলও।গতকাল রাতে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বাজি কারবারি কেরামত আলি ও তার ছেলে রবিউলেরও মৃত্যু হয় বিস্ফোরণে। আজ সকালে বিস্ফোরণস্থলের অদূরেই মেলে একটি মুণ্ডহীন দেহ। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ফলে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola