Dutta Pukur Incident:বিস্ফোরণস্থলের আশেপাশের এলাকায় উদ্ধার ছিন্নভিন্ন দেহাংশ, কী কী রাসায়নিক মজুত ?

Continues below advertisement

দত্তপুকুরের (Dutta pukur Blast) মোচপোল গ্রামে বিস্ফোরণস্থলের আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণস্থলের ২০০ মিটার দূরে শেখ আসগরের বাড়ি। উঠোনে ছিন্নভিন্ন হাত পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন তিনি। ঘটনাস্থলের পাশেই এখনও পড়ে আছে পায়ের আঙুল। ৫০ মিটার দূরে কাটা মুণ্ড। ভয়াবহ বিস্ফোরণের পর এই বীভৎসতা দেখে শিউড়ে উঠছেন গ্রামবাসীরাই। 

মোচপোল, কাঠুরিয়া, নীলগঞ্জ জুড়ে বেআইনি বাজির সাম্রাজ্য গড়ে তুলেছিল কেরামত আলি ও তার সঙ্গীরা। অথচ তা জানতেনই না স্থানীয় তৃণমূল বিধায়ক ও পুলিশ (Police)। ভয়াবহ বিস্ফোরণের পর অবশ্য মুখ খুলতে শুরু করেছেন গ্রামবাসীরা। সামশুল আলি ওরফে খুদের বাড়িতেই গতকাল বিস্ফোরণ হয়। সেই বাড়ির ছাদ উড়ে গিয়ে পড়েছে উল্টোদিকে সালেমা বিবির বাড়িতে। দেওয়ালে ফাটল ধরেছে। ভেঙে গিয়েছে জানলা, দরজা, বাড়ির একাংশ। আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সামশুলের বাড়িতে মজুত বাজির মশলা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সালেমা বিবির বাড়িতে। সালেমার দাবি, বিস্ফোরণের আগের দিন রাতে সামশুলের বাড়িতে এসেছিল বারুদ বোঝাই গাড়ি। ওই বাড়িতে গ্রামবাসীদের ঢোকা নিষেধ ছিল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram