Duttapukur Incident: দত্তপুকুরকাণ্ডে তদন্তে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
দত্তপুকুরকাণ্ডে তদন্তে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। উল্লেখ্য, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে প্রথম গ্রেফতার। পুলিশের জালে বেআইনি বাজি কারবারের নাটের গুরু কেরামত আলির পার্টনার সফিকুল ইসলাম। ধৃতের বাড়ি বেরুনারায়ণ পুকুরিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে মৃত কেরামতের সঙ্গে পার্টনারশিপে ব্য়বসা চালাত সফিকুল। মোচপোল, কাঠুরিয়া-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল তাদের বেআইনি বাজির কারবার। গতকাল রাতে নীলগঞ্জ থেকেই সফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News