Udaynarayanpur Flood : ভাসছে উদয়নারায়ণপুর, বন্যা আতঙ্কে ভুগছে এলাকাবাসী

Continues below advertisement

দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে ( Udaynarayanpur Flood ) প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দামোদরের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুরের ডিভুশুট, কুরচি শিবপুর, টোকাপুর, হোদল, হরিহরপুর, শিবানীপুর সহ একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে। ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পুজোর ( Durga Puja )  মুখে বন্য়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এলাকায় পৌঁছেছে NDRF-এর টিম। ত্রাণ শিবিরে যাওয়ার জন্য় প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram