Price Hike: টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। লাফিয়ে বেড়েছে অধিকাংশ সবজির দাম
ABP Ananda LIVE: টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি - ফল। হাওড়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে । টান পড়েছে ক্রেতাদের পকেটে।
হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম লাফিয়ে বেড়েছে। দাম আরও বাড়বে বলেই আশঙ্কা। পাইকারি বাজারে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রতিদিন ছোট ছোট লরিতে নানা ধরনের সবজি আসে। এখান থেকেই হাওড়া এবং কলকাতার সবকটি বড় বাজারের খুচরো সবজি বিক্রেতারা সবজি কিনে নিয়ে যান। সম্প্রতি সবজি চাষে প্রচুর ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন চাষিরা। এর জেরে হাওড়া পাইকারি সবজি বাজারে সবজির জোগান অনেকটাই কমে গেছে ঝট করে। বাজারে সবজির জোগান কমে যাওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, টমেটো, কুমড়ো, করোলা, বরবটি, বেগুন, ঢেঁড়স, লাউ, ওল, বাঁধাকপি এবং কচুর মতো রোজকার প্রয়োজনীয় সবজির দাম।