DYFI Brigade: ভিড় শেষ পর্যন্ত ভোটে পরিণত হবে? প্রশ্ন রাজনৈতিক মহলে। ABP Ananda Live
DYFI-এর ব্রিগেড সমাবেশে ভিড় দেখে উচ্ছ্বসিত নেতা-নেত্রীরা। কিন্তু, এই ভিড় শেষ অবধি ভোটে পরিণত হবে তো? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূল (TMC), বিজেপি (BJP) একসুরে কটাক্ষ করে বলছে, ব্রিগেড ভরলেও সিপিএমের (CPIM) ভোটবাক্স ভরবে না। যদিও, সভামঞ্চ থেকে এনিয়ে সুর চড়িয়েছেন মীনাক্ষী মুখোপাধ্য়ায় (*Meenakshi Mukherjee), মহম্মদ সেলিমরা (MD Selim)।