Meenakshi Mukherjee: 'মাঠের দখল' নেওয়ার ডাক মীনাক্ষীর, 'ক্যাপ্টেন'কে শুনতে ভিড় ব্রিগেডে। ABP Ananda Live
'লড়তে এসেছি তো? আর গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল, জিম্মেদারি সে লেনে কে লিয়ে আয়ে হ্য়ায় তো? তো ফির আপ লোগোকো অব, ওয়াদা হাম লোগোকে সাথ করনা পরেগা। একটা কথা আপনাদের কাছে চাইতে পারি তো?', বললেন DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)।
বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙল বাম-ব্রিগেড (DYFI Brigade)। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরালেন মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলালেন মীনাক্ষীদের সঙ্গে। ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে ক্যাপ্টেন কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'আর বাপ-মায়ের হাত ধরে যখন ব্রিগেডের লড়াইটা করতে এসেছি। তখন আমাদের এটা কেউ শেখায়নি যে, আর ব্রিগেডে মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে ২৫ আর ৭৫-এর ভাগ-বাটোয়ারা করতে হবে, দল শেখায়নি। শিখিয়েছে, পাশের জনের হাত ধরতে হবে, আর এগিয়ে যেতে হবে।' ব্রিগেড কাঁপানোর পর, সমাবেশ শেষ হতে সেই মীনাক্ষী মুখোপাধ্য়ায়কেই দেখা গেছে সঙ্গীদের নিয়ে ময়দান পরিষ্কার করতে।