Euthanasia: যন্ত্রের সাহায্যে বেঁচে থাকা নয়, মৃত্যু হোক সুন্দর, পাশে আছে 'দ্যুলোক পাড়ি'
যন্ত্রের সাহায্যে বেঁচে থাকা নয়, মৃত্যু হোক সুন্দর। শারীরিক যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি পেতে, যাঁরা স্বেচ্ছামৃত্যুতে আগ্রহী, তাঁদের পাশে দাঁড়াতে চায় 'দ্যুলোক পাড়ি'। শনিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে, আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের।