Earthquake: ভূমিকম্পের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ কলকাতা? জানালেন GSI-র ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ

ABP Ananda Live: 'কলকাতার কাছাকাছি অনেকগুলো অঞ্চল রয়েছে যা ভূমিকম্প প্রবণ। কলকাতা শহরে কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তাতে কলকাতার কোন কোন জায়গা seismic রিস্ক প্রবণ সেগুলি ম্যাপিং করা হয়েছে। তাতে দেখা গেছে কলকাতা শহর seismic রিস্ক থেকে দূরে নেই। এতে নিশ্চিত ভাবে বলা যায় কলকাতা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এলাকা।' বললেন GSI-র ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ।

 

কাঁথিতে সমবায় ভোট ঘিরে উত্তেজনা, রামনগরে অখিল গিরির ওপর হামলার অভিযোগ 

সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পিতা-পুত্রের দাপাদাপি! পুলিশের সামনেই বিজেপি নেতাকে সুপ্রকাশ গিরির হুমকি। পুলিশকে কনুইয়ের গুঁতো, জানোয়ার বলে আক্রমণে অখিল! পুলিশের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের। 'ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, দোসর পুলিশ'। বিজেপির হয়ে কাজ করছে পুলিশ, বিস্ফোরক দাবি অখিলের। হামলার অভিযোগ তৃণমূল বিধায়কের, খারিজ পূর্ব মেদিনীপুর পুলিশের। 'অখিলকে হেনস্থা বা মারধরের কোনও ঘটনাই ঘটেনি'। 'একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল'। 'অপ্রীতিকর ঘটনা এড়াতে বের করে আনা হয় অখিল গিরিকে'। তৃণমূল বিধায়কের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলা পুলিশ সূত্রে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola