East Burdwan: এবার ক্ষোভের মুখে রায়নার বিধায়ক শম্পা ধাড়া
এবার ক্ষোভের মুখে রায়নার (Raina) বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান পঞ্চায়েতে (Panchayat) সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি। সকাল থেকে কর্মসূচি ঠিক ভাবে চললেও তাল কাটে বড়বৈনানের মণ্ডলপাড়ায় যাওয়ার পর। এলাকার বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। গ্রামের রাস্তা,পানীয় জল প্রকল্প থেকে এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে অভিযোগ করেন।