Realtors Summit: কলকাতায় আয়োজিত হল পূর্ব ভারতের রিয়েলটর্স সামিট। ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: কলকাতায় আয়োজিত হল পূর্ব ভারতের রিয়েলটর্স সামিট। পূর্ব ভারতের ৪৫টি শহরের রিয়েলটার্স উপস্থিত ছিলেন এই সামিটে। রেজিস্ট্রেশনের জন্য 'ওয়ান নেশন, ওয়ান পলিসি'র দাবি করছেন তাঁরা।
গগনচুম্বী বহুতল। গত কয়েক বছরে শহর এবং শহরতলিতে বেড়েছে ফ্ল্যাটের সংখ্যা। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের জন্য তৈরি হয়েছে বহুতল।এই অবস্থায়, বাইপাস সংলগ্ন হোটেলে আয়োজিত হল পূর্ব ভারতের রিয়েলটর্স সামিট। নাম 'ইনস্টিগেট'।
বহুতল তৈরি করতে হলে Real Estate Regulatory Authority বা RERA-র থেকে রেজিস্ট্রেশন নিতে হয়। কলকাতার কোনও ব্যবসায়ী যদি, মুম্বইতে গিয়ে ব্যবসা করতে চান, তাহলে তাঁকে মুম্বইয়ের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এই অবস্থায়, 'ওয়ান নেশন, ওয়ান পলিসি'র দাবি উঠেছে। আগামী দিনে রিয়েল এস্টেটে বিনিয়োগ আরও বাড়বে বলেই আশা উদ্য়োক্তাদের।
Continues below advertisement