East Medinipur: কাঁথিতে খোদ BDO-র বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আঁতাঁত করে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ
ABP Ananda Live: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে খোদ BDO-র বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আঁতাঁত করে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিকে অন্ধকারে রেখেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিযোগ মানতে নারাজ BDO. উল্টে গেরুয়া শিবিরকেই নিশানা করেছে তৃণমূল।
চিলাপাতার জঙ্গল থেকে সৈকতনগরী দিঘা- প্রোমোটার পিটিয়ে উধাও হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ঘটনার সাতদিনের মাথাতেও অধরা অভিযুক্ত জনপ্রতিনিধি। গুলি করে মেরে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আতঙ্কে ভুগছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার বলেন, 'আমি তো মরেও যেতে পারি, আমাকে গুলি করে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আমাকে গুলি করে মেরে দিতে পারে। তার জন্য দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি।' আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার।কখনও আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের রিসর্ট। কখনও সৈকত শহর দিঘার হোটেলে তল্লাশি। কিন্তু কোথায় তোলাবাজি ও প্রোমোটারের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী?