East Medinipur: খেজুরিতে তৃণমূল নেতার বাড়িতে তৈরি হত বোমা, চাঞ্চল্যকর দাবি NIA তদন্তে। Bangla News
Continues below advertisement
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। এনআইএ সূত্রে খবর, প্রায় একসপ্তাহ ধরে খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে বোমা তৈরি হচ্ছিল। ঘরের মধ্যে মজুত ছিল আরও বোমা। তৃণমূল প্রধান সমরশঙ্কর মণ্ডল, দুই তৃণমূল কর্মী শেখ আরিফুল্লা ও শাহিদুল আলি বোমা মজুতের কথা জানতেন বলে এনআইএ-র দাবি। কে, কী কারণে বোমা বানাতে নির্দেশ দিয়েছিল, তা জানতে চায় এনআইএ। খবর সূত্রের। ৩ জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি গ্রামে তৃণমূল সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন ৭ জন। ওই ঘটনায় গতকাল তৃণমূল প্রধান-সহ ৩ জনকে গ্রেফতার করে এনআইএ।
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda Tmc Leader NIA ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ East Medinipur Khejuri এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল পূর্ব মেদিনীপুর এনআইএ Bomb Recover In Khejuri