East Mednipore: চার মণ্ডল সভাপতির নাম প্রত্যাহারের পর, বিজেপি বিধায়ককে নিশানা প্রাক্তন মণ্ডল সভাপতির ।Bangla News
চার মণ্ডল সভাপতির নাম প্রত্যাহারের পর এবার হলদিয়ার বিজেপি বিধায়ককেই নিশানা করলেন প্রাক্তন মণ্ডল সভাপতি। বিধায়ক তাপসী মণ্ডলকে ধান্দাবাজ বলে আক্রমণ। প্রাক্তন মণ্ডল সভাপতির অভিযোগ, সিপিএম থেকে আসায় পুরনো বিজেপি কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, দুর্ব্যবহার করছেন তাপসী মণ্ডল। নাম না করে বিধায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এই ইস্যুতে বিজেপিকে কোন্দল-খোঁচা তৃণমূলের। হতাশা থেকে এ ধরনের মন্তব্য, দলীয় নেতার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া হলদিয়ার বিজেপি বিধায়কের।
Tags :
TMC BJP ABP Ananda Haldia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ East Mednipore