WB News : মহিষাদল থেকে তমলুক যাওয়ার ৫ কিলোমিটার রাস্তা বেহাল। পিচের আস্তরণ উঠে হতশ্রী দশা
ABP Ananda LIVE: পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে তমলুক যাওয়ার ৫ কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তায় বড় বড় গর্তে জল জমে, পিচের আস্তরণ উঠে হতশ্রী দশা। অমৃতবেড়িয়া থেকে দনিপুর পর্যন্ত এই রাস্তা ধরেই কম সময়ে মহিষাদল থেকে পৌঁছনো যায় জেলা সদর তমলুকে। গাজিপুর, ভোলসোরা, অমৃতবেড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল রাস্তায় মাঝেমধ্যেই টোটো উল্টে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী দু’-দু’বার রাস্তার মেরামতি হবে বলে শিলান্যাস করলেও, কাজ শুরুই হয়নি।
আরও খবর...
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের অবস্থা বেহাল। আন্ডারপাসের অবস্থা কার্যত শোচনীয়। ওপর দিয়ে যাওয়া রেললাইন থেকে চুঁইয়ে পড়ছে জল। নীচে তৈরি হয়েছে বড় বড় গর্ত, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-তেও বিপদ মাথায় নিয়ে চলছে যান চলাচল।
কোন্নগরে শাসক নেতা খুনে গ্রেফতার আর ১। গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা। ঘটনায় বিশা ও বাঘা দুজনই খুনের ঘটনায় মাস্টার মাইন্ড, খবর পুলিশ সূত্রে। পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেফতার বেড়ে ৪। ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি বিবাদ নিহতের: পুলিশ সূত্র। ৩০ জুলাই: কোন্নগরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন