Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএলের এক পদস্থ কর্মী

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএলের এক পদস্থ কর্মী । তাঁর আরেক শাগরেদকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি । গতকাল দু'জনকে নিজাম প্য়ালেসে তলব করা হয় । দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে
আজ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে

আরও খবর..

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কি শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যোগ রয়েছে? রাজ্য় জুড়ে নিয়োগ দুর্নীতিতে কি শিক্ষকদেরও র‍্যাকেট চলত? অযোগ্য় চাকরিপ্রার্থীদের সিবিআই জিজ্ঞাসাবাদে উঠে এল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নাম।

২০১৬ সালের SSC-র প্যানেলে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে CBI. আর তাতেই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য় চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গেছে। এর মধ্য়ে রয়েছে বিভিন্ন সকুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম। অযোগ্য়দের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সহ ৩৭ জনকে তলব করা হবে।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram