ED: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তৎপরতা, ৬টি জায়গায় একযোগে তল্লাশি
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তত্পরতা। সল্টলেক, কৈখালি, বারাসাত, রাজাবাজার, কলেজ স্কোয়ার-সহ ৬টি জায়গায় একযোগে তল্লাশি ইডি-র। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে এই সমস্ত জায়গায় অভিযান চালানো হচ্ছে।
২০১৭-য় বন্ধ হয়ে যাওয়া কলেজ স্কোয়ারের অফিসের ঠিকানা ব্যবহার করে একাধিক অফিস খুলেছিলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। দাবি বাড়ি মালিকের। এদিন কলেজ স্কোয়ারের শ্রী গোপাল মল্লিক লেনে ওই বাড়িতে হানা দেয় ইডি। বাড়ি মালিকের দাবি, মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও অ্যাম্বিশন স্টাডি সেন্টার নামে দুটি অফিস খোলা হয়েছিল। সংস্থার মালিক তাপস মণ্ডল সম্পর্কে নানা ধরনের অভিযোগ ওঠায়, তাঁকে বাড়ি ছাড়তে বলা হয় বলে বাড়ি মালিকের দাবি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live West Bengal Government Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Manik Bhattacharya ED ABP Ananda Bengali News