ED: পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED, আজও সিজিও কমপ্লেক্সে IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়

রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দুদফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই IAS অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। ওই দিনই দক্ষিণ দমদম পুরসভা, সেখানকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এবং প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও হানা দেয় ED।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola