ED: কোথা থেকে এল এত টাকা? অনুব্রতকে প্রশ্ন ইডি-র
Continues below advertisement
কয়েক বছরের মধ্যে কীভাবে রকেট গতিতে অনুব্রতর সম্পত্তি বৃদ্ধি ? কোন পথে টাকা ? রোজগারের উৎস কী ? সুকন্যা ও ঘনিষ্ঠদের বয়ানকে হাতিয়ার অনুব্রতকে প্রশ্নবাণ ইডির।
ইডি (ED) হেফাজতে থাকাকালীন প্রতিদিনই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের (Delhi) বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি-র সদর দফতরেই রাত কেটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।
Continues below advertisement