Anubrata Mondal:  অনুব্রতর দেরহক্ষী সায়গল হোসেনের পর হিসাবরক্ষক মণীশ কোঠারি গ্রেফতার | ABPAnandaLive

Anubrata Mondal:  গরুপাচার মামলায় (Cow Smuggling case) এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষকও ইডি-র (ed) জালে। অনুব্রতর দেরহক্ষী সায়গল হোসেনের (Sahegal Hossain) পর হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish kothari) গ্রেফতার। অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কী?। মণীশকে অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পাওয়ায় গ্রেফতার: সূত্র। মণীশের মুখোমুখি বসালে লেনদেনের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন অনুব্রত: সূত্র। ২০১৮ সালের পর থেকেই ভুয়ো কোম্পানি খোলা হয় বলে অভিযোগ। ভুয়ো কোম্পানির (Fake Company) বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কিছু বলেননি মণীশ, দাবি ইডি সূত্রের। কোনও প্রশ্নের সদুত্তর না পেয়েই ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মণীশ: সূত্র। আজ অনুব্রত-কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি। অনুব্রতর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁর মেয়েকেও: সূত্র। প্রয়োজনে অনুব্রত-সুকন্যা-মণীশকে একসঙ্গে বসিয়েও জিজ্ঞাসাবাদের ভাবনা ইডি-র: সূত্র

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola