Sujoykrishna Bhadra: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি। ABP Ananda Live

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-তলবের দিনই বেহালায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি-র হানা। সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে কালীঘাটের কাকু। সাতসকালে সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়িতে পৌঁছন ইডি-র অফিসাররা। সুজয়কৃষ্ণর ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি। 
নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে কলকাতায় কালীঘাটের কাকুর বাড়ি, অফিস, সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ প্রণব দে-র বাড়ি, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিস-সহ ৬টি জায়গা এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গায় চলছে তল্লাশি। 
দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেও সকাল থেকে ইডি-র তল্লাশি চলছে। বিষ্ণুপুরের বিবিরহাটে তৃণমূল নেতার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুরে ফেলা হয়েছে কাগজের বাণ্ডিল। এই অভিযোগ পেয়ে পুকুরেও চলছে তল্লাশি।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram